Freelancing কি?
Freelancing হচ্ছে এমন একটি কাজ যা কোন ব্যাক্তি ইন্টারনেটের মাধ্যমে কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে করে থাকে।তবে এটা কোন ধরা বাধা নিয়মের মাফিক নয় যে তাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত করতে হবে।এই ধরনের চুক্তি সাধারনত দিন বা কাজ মাফিক হয়ে থাকে।যারা এই ধরনের কাজ করে থাকে তাদের ফ্রিল্যান্সার( Freelancer) বলে।আপনার যদি কম্পিউটা্রের সাথে ইন্টারনেট কানেকশন থাকে আর যদি থাকে Web design,Data Entry,Website making,3d design বা অনলাইনের কোন কাজের দক্ষতা তাহলে আপনিও হয়ে যেতে পারেন একজন Freelancer আজ থেকে।চাইলে শুধু লেখা-লেখির কাজ করে আয় করতে পারেন মাসে কয়েকশ ডলার।যদি চান তাহলে আপনিও তৈরি করতে পারেন অন্যর জন্য কর্ম সংস্থান।
Freelancing কাজের পদ্ধতিঃ
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে।যেখান থেকে আপনি পেতে পারেন Freelancing এর কাজ।এদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস(Freelancing Marketplace) বলে।এই ওয়েবসাইট গুলোতে যারা কাজ করার জন্য জমা দেয় তাদের buyer বা client বলে।যারা এই কাজ গুলো করে থাকে তাদের বলে Freelancer।প্রথমে আপনাকে এই ওয়েবসাইট গুলোতে রেজিস্ট্রেশন করতে হবে।মনে রাখবেন,এক IP থেকে একবারই রেজিস্ট্রেশন করা যায়।তারপর আপনাকে আপনার পছন্দমত যে কোন কাজ বেছে নিয়ে Bid করতে হবে।এটা একটা অতি গুরুত্বপুর্ন জিনিস ফ্রিল্যান্সারদের জন্য।আপনি যত কম ডলারে ও কম সময়ে কাজটি করার ব্যাপারে বিড(BID) করবেন,আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি।তাই সেক্ষেত্রে ভালো ভাবে বুঝে বিড করবেন।প্রথমে কাজ পাওয়া একটু কষ্টকর।দু’একবার কাজ পেলে যখন র্যাঙ্ক বারে তখন কাজ পাওয়া সহজ হয়।এখন,আপনি যখন কোন কাজ বায়ার এর কাছ থেকে পবেন তখন আপনাকে Bid করা ওই নির্দিস্ট সময়ের মধ্য কাজটি সম্পন্ন করতে হবে।আপনার কাজ করার সময় Escrow নামক একটি একাউন্টে ডলার জমা থাকে যা শুধু আপনি কাজ শেষ হলেই তুলতে পারবেন।আপনি চাইলে credit card বা চেক এর মাধ্যমে টাকা দেশে আনতে ও তুলতে পারবেন।
কোথায় পাবেন Freelancing Job?
Freelancing এর কাজের জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট www.getafreelancer.com. তবে প্রথমে কাজ পাওয়া একটু কষ্ট হয়ে যাবে।তবে আপনি লেগে থাকলে নিশ্চই পাবে।নিচে কয়েকটি Freelancing কাজের জন্য ওয়েবসাইট এর নাম দেয়া হল।
যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে যোগাযোগ করুন।
ই-মেইলঃ rahat_mizan@yahoo.com
ওয়েবসাইটঃwww.helenclub.webs.com